Thursday, May 7, 2020

নিকৃষ্ট ফেরকা "আহলে কোরআন" যাদের আকিদা শুধু কোরআন মানতে হবে কিন্তু হাদিস মানা যাবেনা

নিকৃষ্ট ফেরকা "আহলে কোরআন" যাদের আকিদা শুধু কোরআন মানতে হবে কিন্তু হাদিস মানা যাবেনা (নাউজুবিল্লাহ..)। ১৪৫০ বছর আগে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে মুসলিম উম্মাহ কে সতর্ক করে গেছেন। উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি’ (রহঃ) থেকে বর্ণিতঃ ----------------------------------------------------------------- নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ অচিরেই তোমাদের মধ্যকার কোন ব্যক্তি তার গদি আঁটা আসনে হেলান দিয়ে বসে থাকাবস্থায় তার নিকট আমার নির্দেশিত কোন কর্তব্য বা নিষেধাজ্ঞা পৌছাবে, তখন সে বলবে, আমি অবহিত নই। আমরা যা আল্লাহর কিতাবে পাবো শুধু তারই অনুসরন করবো। সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৬০৫ হাদিসের মান: সহিহ হাদিস মিক্বদাম ইবনু মাদীকারিব (রাঃ) থেকে বর্ণিতঃ ------------------------------------------------------------ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সাবধান! খুব শীঘ্রই এমন ব্যক্তির আগমন ঘটবে যে, সে তার সুসজ্জিত গদিতে হেলান দিয়ে বসে থাকবে, তখন তার নিকট আমার কোন হাদীস পৌঁছলে সে বলবে, আমাদের ও তোমাদের সামনে তো আল্লাহ তা‘আলার কিতাবই আছে। আমরা তাতে যা হালাল পাব সেগুলো হালাল বলে মেনে নিব এবং যেগুলো হারাম পাব সেগুলো হারাম বলে মনে নিব। সাবধান! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা হারাম ঘোষনা করেছেন তা আল্লাহ তা‘আলা কর্তৃক হারামকৃত বস্তুর মতই হারাম। জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৬৬৪ হাদিসের মান: সহিহ হাদিস। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, "কেবল আল্লাহর বাণী ও তাঁর রিসালাত পৌঁছানোই দায়িত্ব। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাতে তারা চিরস্থায়ী হবে" (সুরা জিন:২৩) হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। (সুরা মুহাম্মাদ: ৩৩) তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না; তোমাদের মধ্যে যারা চুপিসারে সরে পড়ে আল্লাহ অবশ্যই তাদেরকে জানেন। অতএব যারা তাঁর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। (সুরা আন নুর: ৬৩) ★আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ ---------------------------------------------- রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, তবে ঐ সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবাগণ জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! কে অস্বীকার করে? তিনি বললেনঃ যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করে। সহিহ বুখারী, হাদিস নং ৭২৮০ হাদিসের মান: সহিহ হাদিস।

0 Comments:

Post a Comment